দেশব্যাপী ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে সাভারের জিরানী বাজারের বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদী কর্মসূচিতে নেতৃত্ব দেন স্থানীয় দুই তরুণ সমাজকর্মী মিলন আহম্মেদ জয় ও আবু হোসাইন সবুজ।
মানববন্ধনটি বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে শুরু হয়। শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধনটি পরিণত হয় প্রতিবাদী মিছিলে। মিছিলটি জিরানী বাজার স্ট্যান্ড থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে উত্তরের ইউটার্ণ পর্যন্ত গিয়ে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীদের হাতে- 'আমার বোনের নিরাপত্তা চাই', 'ধর্ষণের বিচার চাই, কালবিলম্ব নয়', 'নিরাপদ সমাজ গড়ি, নারী-পুরুষ সমান করি', 'ধর্ষকের ফাঁসি চাই' লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
অনেক শিক্ষার্থী কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগান দেয়, ধর্ষণ রুখো, সমাজ বাঁচাও।
প্রতিবাদকারীদের পক্ষে মিলন আহম্মেদ জয় বলেন, 'আমরা প্রতিদিন পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বাস্তব জীবনে এমন সব পাশবিক ঘটনার খবর পাই, যা আমাদের হৃদয় ক্ষতবিক্ষত করে। আমরা এই সমাজে নিরাপদ ভাবে বাঁচতে চাই। এ জন্য আমাদের প্রতিবাদ করতে হবে, সোচ্চার হতে হবে।'
আবু হোসাইন সবুজ বলেন, 'শিক্ষার্থীরা আজ শুধু পরীক্ষার ফলাফল নিয়েই ভাবছে না, তারা বুঝতে শিখছে ন্যায়-অন্যায়ের পার্থক্য। আমরা চাই, প্রশাসন এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।'
মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাওসীফ ইসলাম বলেন, 'আমরা আর চুপ থাকবো না। নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে হলে আমাদেরকেই রাস্তায় নামতে হবে। আমাদের এ প্রতিবাদ শুধু আজকের জন্য নয়, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সব সময়ের।'
এআই/এমএ