জামালপুরের ইসলামপুরে দিন দিন চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে আতংকিত হয়ে পড়েছেন এলাকাবাসী। প্রতিনিয়তই সুকৌশলে দোকান, মসজিদ ও বিভিন্ন বসতবাড়িতে প্রবেশ করে টাকা- পয়সা, ব্যাটারি, ফ্যান, মোটর ও টিউবওয়েলের হ্যান্ডেলসহ মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে চোরের দল।
এলাকাবাসী জানান, উপজেলার পাথর্শী ইউনিয়নে মোরাদাবাদ গ্রামে প্রতিনিয়তই চুরির ঘটনা ঘটছে। গত এক মাসে মোরাদাবাদ হাজী বাড়ি জামে মসজিদ, শশারীয়া বাড়ি বেড়িবাঁধ জামে মসজিদ, উত্তর পাড়া জামে মসজিদ, পশ্চিমপাড়াসহ কয়েকটি মসজিদ, অনেকের বাড়িতে ও মোরাদাবাদ বাজারের আলমাস আলীর দোকান, ফরিদ মিয়ার হোটেলে চুরির ঘটনা সংঘটিত হয়েছে।
একরামুল হক বলেন, 'আমার বাড়ি থেকে টিউবওয়েলের হ্যান্ডেল চুরি হয়েছে। এখন রাত জেগে চোরকে পাহাড়া দিতে হয়।
দফাদার মোশারফ বলেন, 'গত শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে মোরাদাবাদ বাজারে আলমাস আলীর দোকানে চোর প্রবেশ করলে হাতেনাতে ধরা হয়।'
নাইট গার্ড লাল বাহাদুর বলেন, 'আলমাস আলীর দোকান থেকে চোর ধরা হলে পরে এলাকাবাসী তাদের ছেড়ে দেয়।'
ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান বলেন, 'দীর্ঘদিন থেকে চোরের আনাগোনা বেড়েছে। আমরা গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছি। দ্রুত এর প্রতিকার দরকার।'
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান এরশাদ আলী বলেন, 'চোরের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। প্রতিনিয়ত এসব চুরির ঘটনায় আতংক বিরাজ করছে। বিভিন্ন মসজিদ থেকে ব্যাটারী, মোটর বাজারের দোকানের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে এই চোর চক্র। আমি ইতিমধ্যে ৯৯৯ ফোন করে জানিয়েছি। অদ্যাবধি কোনো প্রতিকার পাইনি। চোরের উপদ্রুপ থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।