ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সালিশ দরবারকে কেন্দ্র করে সংঘর্ষে আমীর আলী হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-৪, ঢাকার যৌথ আভিযানিক দল।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চানপুরুল এলাকার বাসিন্দা মো. জালাল উদ্দিন (৪০), মো. ছাফিউল উদ্দিন (৪২)।
ঘটনার বিবরণে জানা যায়, নিহত আমীর আলী নাসিরনগর উপজেলার চানপুরুল এলাকার বাসিন্দা ছিলেন। পারিবারিক বিরোধের জেরে তার পরিবারের সঙ্গে বিবাদী পক্ষের দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলছিল। গত ২৪ সেপ্টেম্বর বেলা প্রায় ১১টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ সভা অনুষ্ঠিত হয়।
সালিশ চলাকালীন একপর্যায়ে বিবাদীপক্ষ উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র, লাঠি ও রড নিয়ে আমীর আলীর ওপর হামলা চালায়। এ সময় এক আসামি রড দিয়ে আমীর আলীর মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে নিহতের মা বাদি হয়ে নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এসআর/এমএ