BREAKING: |
খুলনার উপকূলীয় দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্যের ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর রোপা আমনের ক্ষেত এবং ভেসে গেছে লক্ষাধিক টাকার মাছ। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় এক হাজার পরিবার।
পাউবো এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে ভাঙনকবলিত স্থানে জরুরি ভিত্তিতে বাঁধ পুনর্নির্মাণের চেষ্টা চলছে।
তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন গাজি জানান, চলতি অমাবস্যায় ঢাকি নদীতে জোয়ারের অতিরিক্ত পানির চাপে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের পশ্চিম পাশে হরি মন্দির সংলগ্ন এলাকায় পাউবো কর্তৃক নির্মিত ঝুঁকিপূর্ণ প্রাচীন ওয়াপদা বেড়িবাঁধের প্রায় ১৫০ ফুট অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়।
বুধবার সকালে ভাটার সময় জিও টিউবে বালি ভরে বাঁধ আটকানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। দুপুরে আবার জোয়ারের পানিতে এলাকা প্লাবিত হয়। বর্তমানে স্থানীয় বাসিন্দারা দিনরাত পরিশ্রম করে বাঁধ মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। দ্রুত বাঁধ আটকানো না গেলে রোপা আমনসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, বুধবার সকালে ভাঙনকবলিত স্থানে বাঁধ আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু নদীতে জোয়ারের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় মেরামত সম্ভব হয়নি। তবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, পরবর্তী জোয়ারের আগেই বাঁধ আটকানো সম্ভব হবে।
এসএস/আরএন