বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এই সময় নানা ধরনের ষড়যন্ত্র দেখা দেবে। নির্বাচনের ব্যাহত করার চেষ্টা করা হবে। ষড়যন্ত্রকারী কুচক্রী মহল চাইবে বাংলাদেশের কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় না আসে। জনগণের নির্বাচিত প্রতিনিধি যাতে নির্বাচিত হতে না পারে।”
এই চক্রান্ত প্রতিহত করার জন্য সরকারের ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের সহযোগিতা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানববন্ধন কর্মসূচির মূল দাবিগুলো ছিল নদী ভাঙন রোধ, নদী শাসন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন। ড. আসাদুজ্জামান রিপন বলেন, “নদীভাঙন দেখা দিলে শুধু কিছু বালুর বস্তা ও ব্লক ফেলা হয়। এতে ভাঙন রোধ হয় না। দুর্নীতি এবং আত্মসাৎও ঘটে। টঙ্গীবাড়ী, লৌহজং এবং মুন্সীগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙনের শঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “পদ্মা-মেঘনায় অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের প্রভাব নদীভাঙন এলাকায় পড়ছে। বাঁধ নির্মাণ কাজ ধীরগতিতে চলছে, যা এলাকাবাসীকে ক্ষুব্ধ করছে। ভবিষ্যতে আমরা সরকার গঠন করলে পদ্মাতীরে মেরিন ড্রাইভ নির্মাণ অন্তর্ভুক্ত করব।”
ড. আসাদুজ্জামান রিপন অবৈধ বালু উত্তোলন বন্ধ, চাঁদাবাজি রোধ এবং মাদক নির্মূলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। দিঘীরপাড় বাজারের পদ্মা নদীর তীরে অনুষ্ঠিত মানববন্ধনে সর্বস্তরের জনগণ এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এমএইচএস/এসআর