কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, এ হামলা ইসরায়েল বা আমেরিকার কোনও লক্ষ্য পূরণ করে না এবং এটি ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একতরফা সিদ্ধান্ত।
বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি আরও জানায়, কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা “ইসরায়েলেরও না, আমেরিকারও লক্ষ্য পূরণ করছে না”—এমন মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, ঘটনাস্থল বেছে নেওয়া নিয়েও তার “খুব খারাপ লেগেছে”।
মঙ্গলবার ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে তিনি জানতে পারেন যে ইসরায়েল দোহায় হামলা চালাচ্ছে। তবে তিনি বলেন, তখন “দুর্ভাগ্যবশত খুব দেরি হয়ে গিয়েছিল, হামলা থামানো সম্ভব হয়নি।”
ট্রাম্প জোর দিয়ে বলেন, “এটা ছিল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত, আমার নয়।” তিনি কাতারকে “ঘনিষ্ঠ মিত্র ও বন্ধু” হিসেবেও উল্লেখ করেন।
আরএন