উপকূলীয় বরগুনার পাথরঘাটা পৌরসভায় গভীর নলকূপ স্থাপন করা যায় না। পৌরসভার নাগরিকদের জন্য অন্য এলাকা থেকে সাপ্লাইয়ের মাধ্যমে পানি সরবরাহ করা হয়ে থাকে। অনেক দিন ধরে নিয়মিত পানি সরবরাহ করছেনা পৌরসভা কর্তৃপক্ষ দীর্ঘদিনের এমন অভিযোগ পৌরসভার নাগরিকদের।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাথরঘাটা শহরের আবু সাঈদ চত্বরে নাগরিক সমাজের ব্যানারে নিয়মিত পানি সরবরাহের দাবিতে মানববন্ধন করেন পৌরসভার শতাধিক নাগরিকরা।
মানববন্ধনের নাগরিকরা অভিযোগ করে বলেন, পৌরসভা দীর্ঘদিন ধরে নিয়মিত পানি সরবরাহ করছেনা। তারা প্রতি মাসে একটি বিলের কাগজ ধরিয়ে দিচ্ছে। তাদের অভিযোগ তার নিয়মিত ট্যাক্স পরিশোধ করলেও পৌরসভা থেকে নাগরিক সেবা পাচ্ছেন না।
নিয়মিত পানি সরবরাহের সমস্যা দ্রুত সময়ের মধ্যে নিরসন না করলে নাগরিকদের নিয়ে পৌরসভা কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারী দেন বক্তারা।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ বলেন, 'নাগরিক সেবার মধ্যে পানিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ পৌরসভার নাগরিকরা দীর্ঘদিন ধরে নিয়মিত পানি পাচ্ছেন না। আমরা পৌরসভার প্রশাসককে বার বার জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। যদি নিয়মিত পানি সরবরাহ না করা হয় নাগরিকদের নিয়ে আমরা পৌরসভা কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব।'
এ বিষয়ে পাথরঘাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, পৌরসভার পানি উৎপাদনের জন্য আমাদের ছয়টি পাম্প রয়েছে। এর মধ্যে দুটি পাম্প নষ্ট। বিদ্যুৎ সংকট ও বিদ্যুতের ভোল্টেজ কম থাকার কারণে পানি উৎপাদন কম হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। সংকট নিরসনে ইতিমধ্যে দুটি পাম্প নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এটি নির্মাণ শেষ হলে আশা করি পানির সমস্যা আর থাকবে না।'
তিনি বলেন, 'পৌরসভার নাগরিকদের জন্য নদীর পানি পরিশোধন করে সরবরাহের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে।'
ইএইচ/এমএ