বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।
এ সময় তার সঙ্গে আরও দুই ব্যক্তি ছিলেন—কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে এই দুই ব্যক্তির প্রতিষ্ঠান বা পেশাগত পরিচয় নিশ্চিত করা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিমানবন্দর থেকে তারা সরাসরি কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাটে যান এবং সেখান থেকে স্পিডবোটযোগে মহেশখালীতে পৌঁছান।
মহেশখালী পৌঁছে প্রতিনিধিদলটি কুতুবজোম ইউনিয়নে অবস্থিত হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত ‘এক্সিলারেট-হোপ হসপিটাল’ পরিদর্শন করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক জানান, সকাল ১১টার দিকে প্রতিনিধিদলটি হোপ হসপিটালে পৌঁছায়।
এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাদের স্বাগত জানান। পরে পিটার ডি. হাস হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে তিনি এক্সিলারেট এলএনজি টার্মিনাল ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত হাসপাতাল পরিদর্শন এবং একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় হোপ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে প্রতিনিধিদলটি বড় মহেশখালীতে আরও কিছু কার্যক্রমে অংশ নিতে যান। তবে সেসব কর্মসূচির বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস (LNG) কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার বিকালে প্রতিনিধিদলটির ঢাকায় ফেরার কথা রয়েছে।
এসইউ/আরএন