সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত (সাড়ে ৩ ঘণ্টা) বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গ্যাদা ও সাধারণ সম্পাদক রমজান আলী শেখ অভিযোগ করেন, পোতাজিয়া ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা সংগঠনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে এবং নেতাদের কাছে চাঁদা দাবি করেছে। এছাড়া মিথ্যা মামলায় হয়রানি করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
অপরদিকে অভিযোগ অস্বীকার করে পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাঘাবাড়ি নদীবন্দরের ইজারাদার মো. আনিসুর রহমান বলেন, “ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের আওয়ামী লীগপন্থীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ পরিস্থিতি তৈরি করেছে। মূল বিরোধ তৈরি হয়েছে নৌকা বাইচ আয়োজন নিয়ে। চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
অবরোধ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। তিনি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এ সময় হাইওয়ে থানার ওসি এবং শাহজাদপুর থানার ওসি উপস্থিত ছিলেন।
এসবি/ এসআর