শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মো. রাসেল মিয়া (৩০) নামের ১৯ মামলার এক চিহ্নিত মাদক কারবারিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল মদ জব্দ করা হয়। রাসেল ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও সাংবাদিকের ওপর হামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে আরও চার মাদক কারবারি—সাকিব, সেলিম, শাহাদাত ও আরমানকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আরও ২৫ বোতল মদ ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি রাসেলসহ অন্যদের গ্রেপ্তার করা হয়।
এদিকে, সন্ধ্যায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন নামে আরও এক মাদক কারবারিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বলেন, “মাদক কারবারি মো. রাসেলের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। তিনি এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি।”
জেএইচ/আরএন