চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলকে কার্ভাডভ্যানের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী মো. ইজাজ রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।
বৃহস্পতিবার দিবাগত রাতে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর সাহা (২০) হাজীগঞ্জ পৌরসভাধীন ১ নং ওয়ার্ড বলাখাল এলাকার ব্যবসায়ী সনজু সাহার ছেলে।
গুরুতর আহত মো. ইজাজ একই এলাকার ব্যবসায়ী মো. ইমরান হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোটরসাইকেলযোগে সাগর সাহা ও মো. ইজাজ হোসেন হাজীগঞ্জ থেকে রামগঞ্জের দিকে যাচ্ছিলেন। কার্ভাডভ্যানটি রামগঞ্জ থেকে হাজীগঞ্জের দিকে আসছিল। এ সময় দ্রুতগতির মোটরসাইকলটি নিয়ন্ত্রণ হারিয়ে কার্ভাডভ্যানের সামনে পড়ে যায়।
এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহন হন। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগর সাহাকে মৃত ঘোষণা করেন। আহত মো. ইজাজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে রেফার করেন। সেখান থেকে ঢাকায় নেয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পরে মোটরসাইকেল ও কার্ভাডভ্যান এবং নিহত সাগর সাহার মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে হাসপাতাল থেকে থানা হেফাজতে নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, সাগর সাহার পরিবারের লোকজন থানায় এসেছেন। তাদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচইউ/এমএ