কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া বলেছেন, রাসায়নিক সারের অপব্যবহার বন্ধ না হলে দেশে সারের সংকট কখনোই কাটবে না।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে সরকার কৃষকদের সাশ্রয়ী দামে সার দিচ্ছে। এ ভর্তুকির অর্থ দিয়ে কৃষকদের জন্য আরও অনেক প্রকল্প নেওয়া সম্ভব হতো। অথচ অপব্যবহারের কারণে কৃত্রিম সার সংকট সৃষ্টি হচ্ছে, যা জাতীয় কৃষি উৎপাদনের জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
এদিন দুপুরে তিনি রহনপুর পৌর এলাকার মকরমপুর বালুঘাটে পুনর্ভবা-মহানন্দা নদীর মিলনস্থল পরিদর্শন করেন। পরে বিএমডিএর গোমস্তাপুর জোনের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেন। বিকেলে তিনি রহনপুর ইউনিয়নের মচকইল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত কৃষক সমাবেশে অংশ নেন।
বিএমডিএর আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক তারিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী (সেচ) দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান।
সভায় আরও বক্তব্য দেন সফল কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম, কৃষক নজরুল ইসলাম ও মাহবুব আলম।
প্রসঙ্গত, বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির সংকট নিরসনে পুনর্ভবা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে রহনপুর ও নাচোল উপজেলার কসবা ইউনিয়নে সেচের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করেছে বিএমডিএ। এতে স্থানীয় কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এনআই/এসআর