লক্ষ্মীপুরে ক্যান্সার আক্রান্ত হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির চিকিৎসার দায়িত্ব নিলেন জামায়াত নেতা ড. রেজাউল করিম।
বৃহস্পতিবার (২৮শে আগস্ট) বিকেলে পৌর শহরের ৯নং ওয়ার্ড জোড়দিঘীর পাড় সংলগ্ন সরকার বাড়ীতে ক্যান্সার আক্রান্ত মানিক চন্দ্র দাশ কে দেখতে গিয়ে এই দায়িত্ব নেন।
ড.রেজাউল করিম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে অসুস্থ পৌর ৯নং ওয়ার্ডের সরকার বাড়ীর বাসিন্দা মানিক চন্দ্র দাস। তিনি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারের পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই। বিষয়টি ড. রেজাউল করিমের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।
ড. রেজাউল করিম বলেন, “মানবতা ও সেবাই ইসলামের মূল শিক্ষা। অসহায় যে-ই হোক, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি এখানে এসে জানতে পেরেছি সে ক্যান্সার আক্রান্ত। এখানে বসে ঢাকাতে তার চিকিৎসার ব্যাপারে ফোন দিয়েছি ডাক্তারের সাথে যোগাযোগ করেছি। মহাখালী ক্যান্সার হাসপাতালে তার চিকিৎসার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করছি। আমরা তার পাশে আছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার ও পরিবারের পাশে আছে এবং থাকবে।
স্থানীয় জনগণ তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ব্যতিক্রর্মী উদাহরণ, যা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম, শ্রী শ্রী মহাদেব মন্দিরের সহ সভাপতি খোকন চন্দ্র মজুমদার, সাংগঠনিক সম্পাদক দীপক দাস প্রমুখ।
পরে তিনি হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। তাদের বিভিন্ন সমস্যা শুনেন ও সমাধানের বিষয়ে আশ্বাস প্রদান করেন।
আরএইচআর/এসআর