পঞ্চগড় শহরের জালাসী এলাকায় তানিম অটো রাইস মিলের তরল বর্জ্য সরাসরি নির্গমনের কারণে ভূগর্ভস্থ পানি দূষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে এলাকার নলকূপের পানি দুর্গন্ধযুক্ত হয়ে পড়ায় তা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে।
পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয় থেকে গত ২৫ আগস্ট মিলটির স্বত্বাধিকারী মো. জিন্নাহর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।
নোটিশে উল্লেখ করা হয়েছে, রাইস মিল থেকে নির্গত তরল বর্জ্য সরাসরি ভূগর্ভস্থ পানিতে মিশে যাচ্ছে, এতে স্থানীয়দের নলকূপের পানি দূষিত হয়ে পড়েছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ কারণে মিল মালিককে ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিল সংলগ্ন অধিকাংশ বাড়িতেই এখন বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ৮০–৯০ ফুট গভীর নলকূপ থেকেও দূষিত পানি উঠছে। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে নতুন গভীর নলকূপ বসাচ্ছে। তবে বর্জ্য নির্গমন বন্ধ না হলে দূষণ আরও গভীরে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
আইনজীবী মাহমুদ আল মামুন হিমু বলেন, “নলকূপের পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আগের মতো খাওয়ার উপযোগী নেই। এমনকি গোসল করলেও ত্বকের সমস্যা হওয়ার শঙ্কা থাকে। আমরা বাধ্য হয়ে দূরের এলাকা থেকে পানি আনছি।” এলাকাবাসীর অভিযোগ, রাইস মিলের বর্জ্য ডিপ পাইপের মাধ্যমে সরাসরি পানির স্তরে প্রবেশ করানোয় এই দূষণ ঘটেছে।
অভিযোগের বিষয়ে মিল মালিক মো. জিন্নাহ বলেন, “এটা পরীক্ষা-নিরীক্ষার বিষয়। আমি চিঠি পেয়েছি, জবাব দেব।”
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, “অভিযোগের ভিত্তিতে নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এসআইএস/এসআর