নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিনব্যাপী শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের পরীক্ষণ হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় সম্মেলন শেষে মনি সুপান্থকে সভাপতি ও দীনা তাজরীনকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যের কার্যকরী কমিটি এবং ৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি: ধীমান সাহা জুয়েল, ফাহমিদা আজাদ, সহ-সাধারণ সম্পাদক: প্রদীপ সরকার, অর্থ সম্পাদক: সুমিত রায়, সাংগঠনিক সম্পাদক: শাশ্বতী পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক: উজ্জ্বল উচ্ছ্বাস, সদস্য: ভবানী শংকর রায়, প্রদীপ ঘোষ বাবু, পিন্টু সাহা, সাইফুল আলম নান্টু ও মাসুম সিকান্দার, উপদেষ্টা: রফিউর রাব্বি, জাহিদুল হক দীপু ও জিয়াউল ইসলাম কাজল।
সভাপতি মনি সুপান্থ বলেন, “নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট প্রতিষ্ঠার পর থেকেই সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। ভবিষ্যতেও আমাদের নেতৃত্বে এই ধারাবাহিকতা বজায় থাকবে।”
প্রসঙ্গত, ১৯৮১ সালে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট যাত্রা শুরু করে। সমাজে বিরাজমান অনিয়মের বিরুদ্ধে নিয়মিত সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি গত ৪৫ বছর ধরে সংস্কৃতির ধারাবাহিক প্রবাহ রক্ষা করে চলেছে।
এসএস/আরএন