সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী দুই ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা, গাঁজা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এ তথ্য জানান।
এর আগে বুধবার বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর থানার কুসতা গ্রামের বাসিন্দা স্বাধীন (৩০) ও জামালপুরের মাদারগঞ্জ থানার কোয়ালী কান্দি গ্রামের মো. শান্ত (২৪)।
যৌথবাহিনীর বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহলের সময় টহল দলের কাছে আহত এক সিএনজিচালক সহায়তা চান। তিনি জানান- চার জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার সিএনজি ছিনতাই করেছে। তাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে গেছে।
ঘটনার পর পরই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর টহল দল অভিযানে নামে। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় ৩ ঘণ্টার অনুসন্ধানে ছিনতাই হওয়া সিএনজিটি ভাদাইলের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের সরঞ্জামাদিসহ গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ডিবি পুলিশ পরিচয় দানকারী দুই ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
ওএফ/এমএ