পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের দুধের মিল থেকে আনুমানিক ৭০০ লিটার ভেজাল দুধ ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কারখানা থেকে ভেজাল দুধ ছাড়াও কেমিক্যাল, ডিটারজেন্ট গুড়া, তেল, ব্লেন্ডার মেশিন, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা উদ্ধার করা হয়। তবে অভিযান শুরু হওয়ার আগেই কৃষক দল নেতা আব্দুল মমিন পালিয়ে যান। পরে জব্দকৃত দুধ ও সরঞ্জাম থানায় নিয়ে যাওয়া হয়।
ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, আসামি পলাতক থাকায় তাৎক্ষণিক শাস্তি দেওয়া সম্ভব হয়নি, তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য বিলচলন ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম ও অভিযুক্ত আব্দুল মমিনের মোবাইল ফোনে কল দিয়ে একাধিকবার চেষ্টা করা হলেও তারা সাংবাদিক পরিচয় পাওয়ার পর সংযোগ কেটে দেন।
এ বিষয়ে উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস জানান, এমন ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। আমি এখনই খোঁজ নিচ্ছি। যদি এমন অভিযোগের সত্যতা পাই তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরআরটি/ এসআর