যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষে কোনো শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “খালেদা জিয়া একটি নাম, একটি ইতিহাস। স্বাধীনতা যুদ্ধের সময় দুই শিশু সন্তানকে নিয়ে বন্দিত্ব বরণ করেছিলেন তিনি। পরে স্বৈরাচারবিরোধী নয় বছরের দীর্ঘ আন্দোলনে নেতৃত্ব দিয়ে ‘আপসহীন দেশনেত্রী’ উপাধি অর্জন করেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং ১৯৯৬ সালে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান অন্তর্ভুক্ত করেন। তিনি আজও মানুষের কাছে গণতন্ত্র ও স্বাধীনতার আলোর দিশারি।”
তিনি আরও বলেন, “আমরা সমসাময়িক রাজনীতিতে খালেদা জিয়ার দিকনির্দেশনা পাচ্ছি। তাঁর নির্দেশনা অনুযায়ী আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথ সহজ করার চেষ্টা করছি। সরকারসহ বিভিন্ন গণতান্ত্রিক শক্তির সঙ্গে আমরা আলোচনা করেছি। পুরো জাতি একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে।”
বিএনপির এ নেতা বলেন, “আমরা সেই গণতন্ত্রের জন্য লড়াই করছি, যার জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। দীর্ঘ ১৬-১৭ বছরের সংগ্রামের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি। এজন্য জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি এবং সেই ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে।”
তিনি অভিযোগ করেন, “আজ যারা নির্বাচনের ব্যাপারে শঙ্কা ছড়াচ্ছে, তারা আসলে গণতন্ত্র ও জনগণের পক্ষের শক্তি নয়। তারা হয়তো ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত বা বানচালের চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগে দৃঢ়প্রতিজ্ঞ। যে শক্তিই গণতন্ত্রের যাত্রাপথে বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের প্রতিরোধ করবে।”
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “আমরা বিশ্বাস করি, দেশের জনগণ ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণের পথে যেকোনো বাধা অতিক্রম করতে সক্ষম হবে। তাই আহ্বান জানাবো—সব গণতান্ত্রিক শক্তি ও রাজনৈতিক দল যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে, একইভাবে ঐক্যবদ্ধ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন নিশ্চিত করতে হবে।”
এসআর