শেরপুরের নালিতাবাড়ীতে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া চাইতে গিয়ে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর উপজেলার নন্নী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটককৃত হযরত আলী (৪৫) নন্নী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ফল বিক্রেতা।
স্থানীয়রা জানান, শুক্রবার শোক দিবস উপলক্ষে নন্নী বাজার মার্কাজ মসজিদের খতিব ও ঈমাম মাওলানা সালমান মুনিরকে মুসল্লিদের সামনে শোক দিবস উপলক্ষে শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করার আহ্বান জানান হযরত আলী। এতে উপস্থিত মুসল্লীরা ক্ষুব্ধ হন। একপর্যায়ে স্থানীয় জনতা হযরত আলীকে ধরে এনে ইউনিয়ন পরিষদের কক্ষে আটকে রাখেন। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, সাবেক ২ নং নন্নী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন হযরত আলী৷ অত্যন্ত দাপটের সাথে আওয়ামী লীগের রাজনীতি করতেন তিনি। তার কর্মকাণ্ড ও আচরণে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষিপ্ত ছিলেন। এমনকি গত প্রায় ১৫ বছর ধরে তিনি নন্নীবাজারে কৃষি গোডাউনের সামনের সরকারি জায়গা দখল করে ফলের ব্যবসা করে আসছিলেন।
জানতে চাইলে আটক হযরত আলী বলেন, ১৫ আগষ্ট শোক দিবস উপলক্ষে শেখ মুজিবুর রহমানের জন্য মিলাদ ও দোয়া কামনা করেছি। বিষয়টি যে এতো বড় হবে বুঝতে পারিনি। এ জন্য আমি ভুল স্বীকার করে স্থানীয় মানুষকে বলেছি ভবিষ্যতে আর এমন ভুল করবো না।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, আটক আওয়ামী লীগ নেতা হযরত আলীকে থানায় আনা হয়েছে। সেই সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস/এমএ