“রাজধানীর বিজয় স্মরণীস্থ কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প” দুটির দাবি বাস্তবায়নে কাফনের কাপড় পরে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা।
লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আলহাজ্ব মো. আব্দুর রহিম ও তার সন্তান এডভোকেট নূরতা আরা ঐশীসহ শত শত বস্তিবাসী উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার সচিবালয়ের গেটে প্রতীকী অনশন করতে গেলে তাদের বাঁধা দেয় পুলিশ। তখন নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা।
প্রতীকী অবস্থান কর্মসূচিতে আব্দুর রহিম বলেন, বিগত সরকারের কাছে বার বার কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটির সমাধান চেয়েও সমাধান পাইনি। অতঃপর গত বছর হাসিনা সরকারের পতনের পর এ বিষয়ে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের আইজিপি বরাবর যথাযথ ব্যবস্থা নিয়ে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন, এর প্রেক্ষিতে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভূমি মন্ত্রণালয় ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনও করেন। প্রজ্ঞাপনে আগামী ৩ মাসের মধ্যে রিপোর্ট দাখিল করার নির্দেশ দেন। অদৃশ্য কারণে ৭ মাস অতিবাহিত হলেও এর কোনো অগ্রগতি নেই। প্রতিবেদনও দাখিল হয়নি, বস্তিবাসীদের ভাগ্যও পরিবর্তন হয়নি। অথচ, আমলাদের ও উপদেষ্টাদের ভাগ্য ঠিকই পরিবর্তন হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে গত ০৯ আগস্ট (শনিবার) থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের লাগাতার আন্দোলনের অংশ হিসেবে গত সোমবার সচিবালয়ের গেটে প্রতীকী অনশন করতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। যা খুবই দুঃখজনক। যত বাধা দেয়াই হোক না কেন, আমাদের আন্দোলন চলবেই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো, প্রয়োজনে জীবন দেব, তবু রাজপথ থেকে পিছপা হব না।
এ সময় ‘কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প’ দুটির দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন আব্দুর রহিম। দাবি না মানলে আগামী সোমবার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।
ডব্লিউকে/এমএ