নিরাপদ হাসপাতাল চাই (নিহাচ) এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়েছে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সাধারণ সভায় সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এফ এ শাহেদ সভাপতি এবং সোহানুর রহমান শুভ্র সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার সোহাগ, মো. আহসান হাবীব সবুজ ও তারেক মনোয়ার। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আল-আমিন বিন আলী, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহসিনা আক্তার তন্বী ও তন্ময় কুমার। অর্থ সম্পাদক হয়েছেন আব্দুর রহমান, সহ-অর্থ সম্পাদক লতিফা আক্তার, এবং স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পাদক হিসেবে শাকিব জিসান নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আইসিটি সম্পাদক নোমান বিল্লাহ, মানবসম্পদ সম্পাদক ইলিয়াস আকন্দ অপি, প্রচার ও জনসচেতনতা সম্পাদক শাহরিয়ার রায়হান, আইন এবং নীতিমালা সম্পাদক রাহুল দেব নাথ রয়েছেন।
নতুন উপদেষ্টা কমিটিতে স্থান পেয়েছেন— মো. আসাদুজ্জামান আসাদ, মাইদুর রহমান রুবেল, মেহেদী আজাদ মাসুদ, স্বপ্না চক্রবর্তী, মেহেদী হাসান খাজা, অ্যাডভোকেট মো. উজ্জল হোসেন, নাদের হোসেন সবুজ, এবং মো. মাহমুদুল হাসান।
নিহাচের সভাপতি এফ এ শাহেদ বলেন, "সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। লাখ লাখ মানুষ প্রতিদিন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। জনাকীর্ণ সরকারি হাসপাতালগুলো দুর্নীতি ও মানবিক সংকটের শিকার।"
সাধারণ সম্পাদক সোহানুর রহমান শুভ্র বলেন, "দেশের স্বাস্থ্য খাতের বেহাল অবস্থার কারণে এক শ্রেণির মানুষ সেবা নিতে পারেন না, আর কিছু মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হন। এই পরিস্থিতি পরিবর্তন করতে এবং সুচিকিৎসা নিশ্চিত করতে নিহাচ আন্দোলন চালিয়ে যাচ্ছে।"
২০২১ সাল থেকে নিহাচ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দেশে হাসপাতালগুলোর চলমান অনিয়ম ও দুর্নীতি দূর করার জন্য এবং সুচিকিৎসা নিশ্চিতের পাঁচ দফা দাবি নিয়ে কাজ করছে।
এসআর