চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে দুটি দোকানঘর ও মালামাল ভস্মীভূত হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের ফকির বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ওই বাজারের হাজী স্টোর নামক মোস্তফা কামালের মুদি দোকানটি সম্পূর্ণ ও জাহাঙ্গীরের ওয়ার্কশপ আংশিক পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের দাবি।
জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাজী স্টোরে আগুন পুড়তে দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু আগুনের ভয়াবহতার কাছে তারা অসহায় ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাজারের অন্যান্য দোকানগুলো রক্ষা পেলেও মোস্তফা কামালের মুদি দোকানটি সম্পূর্ণ ও জাহাঙ্গীরের ওয়ার্কশপ আংশিক পুড়ে যায়।
আগুনে মোস্তফার দোকানঘর, নগদ টাকা, মুদি সামগ্রী, কসমেটিক, কনফেকশনারি ও ভ্যারাইটিজ মালামালসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গিয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া জাহাঙ্গীরের দোকানঘর ও মালামালও পুড়ে গিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত।
বিষয়টি নিশ্চিত করে বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, “আগুনে মোস্তফার দোকানঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এবং জাহাঙ্গীরের আংশিক ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।”
এইচইউ/আরএন