নাটোর সুগার মিল থেকে প্রায় ৯১ লাখ টাকার মূল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল।
শনিবার (২ আগস্ট) গভীর রাতে নাটোরের হুগলবাড়িয়া এলাকায় অবস্থিত সুগার মিলে পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে একাধিক সেকশন থেকে মালামালসহ ট্রাক ভর্তি অনেক মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
মিলের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান জানান, লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে ১০টি ভারী গ্যান মেটাল বিয়ারিং, বিভিন্ন সাইজের ব্রাস, ওয়েল্ডিং ক্যাবল, সিরাপ পাম্প, থ্রটল পাম্পসহ ইলেকট্রিক ও মেকানিক্যাল যন্ত্রাংশ। প্রাথমিকভাবে লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৯০ লাখ ৪০ হাজার টাকা বলে নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। নাটোর সদর থানার ওসি বলেন, "সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, সাক্ষ্য সংগ্রহ এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।"
স্থানীয়রা অভিযোগ করেছেন, মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও এর মূল্যবান যন্ত্রাংশের সুরক্ষা নিশ্চিত করা হয়নি, যা এই ধরনের ডাকাতির সুযোগ তৈরি করেছে। অনেক সিসিটিভি ক্যামেরা অকেজো ছিল এবং নিরাপত্তা প্রহরীরাও দায়িত্ব পালনে যথাযথ প্রস্তুতি গ্রহণ করেননি।
১৯৩০ সালে প্রতিষ্ঠিত নাটোর সুগার মিল দেশের ঐতিহ্যবাহী চিনিকলগুলোর মধ্যে একটি। তবে সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদন বন্ধ থাকায় মিলটি অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছে।
এমএএম/এসআর