রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক ফোরাম।
রবিবার (৩ আগস্ট) সকাল ১০টায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, আব্দুল জব্বার, এমদাদুল হক নওশাদ, আমির হোসেন সবুজ, আয়ুব আলী, রবিউল ইসলাম, শিক্ষক নজরুল ইসলাম এবং ফোরামের আহ্বায়ক মীর্জা হুমায়ুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়কে বিক্ষোভ মিছিল বের করে। সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি ধীরে ধীরে গণআন্দোলনের রূপ নেয়।
আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দেন বায়তুল হিকমাহ মডেল মাদরাসা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সিরাজ মডেল স্কুল, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন, ইউনিক মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫১৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন না হওয়ায় ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হচ্ছে না। তারা দ্রুত ডিপিপি অনুমোদন ও স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু করার দাবি জানান।
এ সময় আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামীতে সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি দেওয়া হবে।
সড়ক অবরোধের ফলে ঢাকা ও পাবনাগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ২০ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এসবি/ এসআর