পঞ্চগড়ের বোদা উপজেলায় চিকিৎসক ছাড়াই ওয়ার্ডবয় দিয়ে রোগীর অপারেশন করাসহ বিভিন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ কাগজপত্র দিয়ে পরিচালিত হওয়ায় “নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” সিলগালা করা হয়েছে। এ সময় ক্লিনিকটির মালিক উজ্জল সরকার (৬০) কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফুয়াদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবির, সেনাবাহিনীর একটি দল ও বোদা থানা পুলিশও অংশ নেয়।
অভিযানে দেখা যায়, কোনো অনুমোদিত চিকিৎসক ছাড়াই ক্লিনিকে ওয়ার্ডবয় দিয়ে অপারেশন করানো হচ্ছে। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়ার পর উজ্জল সরকারকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। পরে স্যানিটারি ইন্সপেক্টর বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় ক্লিনিকের ওয়ার্ডবয় অভি সরকার পলাতক রয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ২১ জুলাই বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকার কোহিনূর বেগম পেটের টিউমারজনিত সমস্যায় নিরাময় নার্সিং হোমে ভর্তি হন। সেখানে মামলার দ্বিতীয় আসামি অভি সরকার নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে তার অপারেশন করেন।
এরপর ২৭ জুলাই দুপুরে এক গর্ভবতী নারী ওই ক্লিনিকে ভর্তি হলে সিজারিয়ানের প্রয়োজন দেখা দেয়। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও তাকে নানা অজুহাতে বিলম্ব করা হয় এবং পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে সময়মতো অপারেশন না হওয়ায় ওই নারী মৃত সন্তান প্রসব করেন।
স্থানীয়দের অভিযোগ, নিরাময় নার্সিং হোমে আগে থেকেও ভুল চিকিৎসা ও প্রতারণার অভিযোগ ছিল। কখনো চিকিৎসক না থাকা অবস্থায় রিপোর্ট প্রদান, ক্লিনিক মালিকের নিজে ব্যবস্থাপত্র লেখা এবং চিকিৎসক ছাড়াই অপারেশন চালানোর মতো গুরুতর অনিয়ম চলছিল দীর্ঘদিন ধরে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফুল কবির বলেন, “নিরাময় নার্সিং হোমের কোনো হালনাগাদ লাইসেন্স বা অনুমোদনপত্র পাওয়া যায়নি। একজন নারী রোগীর অপারেশনে ডাক্তার না রেখে ওয়ার্ডবয় দিয়ে অপারেশন চালানো হয়েছে, বিষয়টির প্রমাণ পাওয়া গেছে।”
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, “উজ্জল সরকারের বিরুদ্ধে ক্লিনিক পরিচালনায় অবহেলা ও অনিয়মের অভিযোগে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”
গ্রেপ্তার উজ্জল সরকার বোদা পৌরসভার নগর কুমারী এলাকার বাসিন্দা ও বিধূভুষণ সরকারের ছেলে। পলাতক অভি সরকার একই এলাকার নিখিল চন্দ্র সরকারের ছেলে।
এনএপি/ এসআর