আসিয়ান জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে বৈঠককালে এ অনুরোধ জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আসিয়ানের অংশ হতে আগ্রহী এবং এর জন্য মালয়েশিয়ার সমর্থন দরকার। বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের সেক্টরাল সংলাপ অংশীদার হওয়ার জন্য আবেদন করেছে। বর্তমানে মালয়েশিয়া আসিয়ানের সভাপতির দায়িত্বে রয়েছে, সে কারণে আমরা বিশ্বাস করি আপনারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, মালয়েশিয়া সক্রিয়ভাবে সমর্থন দিলে বাংলাদেশ ভবিষ্যতে আসিয়ানের পূর্ণ সদস্যপদ লাভ করতে পারবে।
বৈঠকে নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুলের যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমরা অনেক মূল্যবান জীবন হারিয়েছি।”
এ সময় তিনি নুরুল ইজ্জাহকে রাজনৈতিক অঙ্গনে তার নতুন ভূমিকার জন্য অভিনন্দন জানান এবং বলেন, “আপনার দল পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন জানাই।”
বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও সংস্কার কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, “আমরা একটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের তরুণ প্রজন্মের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে বিজয় এসেছে। জুলাইয়ের সেই বিদ্রোহে শিক্ষার্থীরা রাস্তাঘাট এবং দেয়ালগুলো রঙিন প্রতিবাদে ভরিয়ে দিয়েছিল।”
প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে বিপুল পরিমাণ তরুণ জনগোষ্ঠী রয়েছে—যাদের অর্ধেকের বয়স ২৭ বছরের নিচে। এশিয়ার অন্যতম দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে আমরা শিল্প স্থাপন ও রপ্তানির জন্য প্রস্তুত। মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলো এখানে বিনিয়োগ করলে উভয় দেশের অর্থনীতিই উপকৃত হবে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।
এসআর