লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনাসহ পৃথক তিনটি ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনার মধ্যে একটি বাসচাপায় মাদ্রাসাছাত্রী নিহত হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে রায়পুর উপজেলার সোনাপুর এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে রাস্তা পার হওয়ার সময় আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মারা যায় মরিয়ম আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী। আহত হয় তার আরও দুই সহপাঠী।
নিহত মরিয়ম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হোসেনের মেয়ে এবং রায়পুরের রাখালিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের দাবি, প্রথমবার ধাক্কা দেওয়ার পর চালক বাসটি পেছনে নিয়ে আবারও চাপা দেয়, যাতে ঘটনাস্থলেই মরিয়মের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ গড়ে তোলেন। এতে লক্ষ্মীপুর-রায়পুর-চাঁদপুর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বাসচালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। আহত শিক্ষার্থীরা স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
একইদিন রাতে (২৫ জুলাই) রাখালিয়া বাজার এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। এতে আরও পাঁচজন আহত হন।
এছাড়া, পারিবারিক কলহের জেরে পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, দুর্ঘটনায় উত্তেজিত হয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।
ওআরএম/এসআর