চাঁদপুরের হাজীগঞ্জে সাপের কামড়ে জেসমিন বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে, বুধবার গভীর রাতে নিজ ঘরে খাটের নিচ থেকে হাতপাখা তোলার সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড়ায়। জেসমিন উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাংগা গ্রামের মজুমদার বাড়ির দিনমজুর সোলেমান মজুমদারের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, সাপের কামড়ের পর প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জেসমিনের মৃত্যুর ঘটনায় তার পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বামী সোলেমান মজুমদার বলেন, “স্ত্রীর মৃত্যুতে আমি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলাম। এখন ছোট তিন সন্তানকে নিয়ে কীভাবে চলব, তা বুঝে উঠতে পারছি না।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “জেসমিন বেগম হাসপাতালে আনার আগেই মারা গেছেন।”
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।”
আরএন