পঞ্চগড় সদর উপজেলার হলধরজোত গ্রামে অবস্থিত মরগেন টি কারখানা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, তিনটি গ্রামের সংযোগস্থলে অবস্থিত এই কারখানাটি দীর্ঘদিন ধরে কয়লা ভাঙার বিকট শব্দ এবং চিমনি থেকে নির্গত কালো ধোঁয়ায় আশপাশের জমির ফসল ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করছে। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে, এবং শব্দ দূষণের কারণে বিশেষ করে শিশু ও রোগীরা মারাত্মকভাবে ভুগছেন।
এলাকাবাসী কয়লা ভাঙার মেশিন এবং চিমনিটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। এলাকার বাসিন্দা আজাহার আলী বলেন, শব্দ ও পরিবেশ দূষণের হাত থেকে জনগণকে রক্ষা করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে কারখানার মালিক নওয়াজেশ আলী চিশতি বলেন, ‘‘আমাদের কারখানা পরিবেশের জন্য হুমকি নয়।’’
পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, অভিযোগ পাওয়ার পর কারখানাটি পরিদর্শন করা হয়েছে এবং ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালিকপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
তবে মরগেন চা কারখানার নির্বাহী পরিচালক নওয়াজেশ আলী চিশতি বলেন, ‘‘পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কারখানা পরিদর্শন করলেও কোনো নির্দেশনা দেননি।’’
এসআই/আরএন