Thursday | 23 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 23 October 2025 | Epaper
BREAKING: কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জামায়াতের, জানালেন প্রধান উপদেষ্টাকে      সেন্টমার্টিন ভ্রমণে মানতে হবে ১২ নির্দেশনা      কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি      আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা পালিয়েছে: আইনজীবী      বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, চেয়েছে নিরপেক্ষ ভূমিকা: আইন উপদেষ্টা      শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ      নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৮      

ধামরাইয়ে ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

Published : Tuesday, 22 July, 2025 at 8:32 PM  Count : 69

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

মঙ্গলবার দুপুরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম। 

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন- মোঃ মিলন (৩৪), ইমন হোসেন (২৫), মেহেদী হাসান (২৭), চঞ্চল মিয়া (২৬), জাকির হোসেন (২৬), সেলিম মিয়া (২৪), মান্নান বেপারী (২২) ও সাইদুর রহমান তারেক (৩৫)। এছাড়া অজ্ঞাত পরিচয়  আরও ৮-১০ জন ডাকাত সদস্য পালিয়ে যায়।

থানা পুলিশ ও এলাকাবাসীরা জানায়, ধামরাই থানার সুয়াপুর এলাকার পাকিস্তান বাজারের পাশে ১৪/১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় অপরিচিত লোকজনের আনাগোনা ও গতিবিধি দেখে সন্দেহ হলে বাজারের লোকজন ও এলাকাবাসী তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। বিষয়টি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ডাকাত দলের ৮ সদস্যকে আটক করতে পারলেও বাকি ৭/৮ জন পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা আটক ৮ ডাকাত সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, রাতে ধামরাইয়ের পাকিস্তান বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীরা ৮ জন ডাকাত সদস্যকে আটক করে। পরে তাদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করে স্থানীয়রা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতি বিষয়টি স্বীকার করায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃতদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। 

ওএফ/এসআর
সম্পর্কিত   বিষয়:  ধামরাই  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close