দু-মুঠো ভাত পেট ভরে কবে খেয়েছেন মনে নেই ইউছুপের। ফেরেস্তা হয়েই কেউ এসে জাল ও নৌকা প্রদান করলেন।
এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন হাতিয়ার অসহায় দরিদ্র মাঝি ইউছুপ। এবার নোয়াখালীর হাতিয়ায় একটি অস্বচ্ছল পরিবারকে মাছ ধরার জন্য একটি নৌকা ও জাল প্রদান করলো আস্-সুন্নাহ্ ফাউন্ডেশন।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টায় হাতিয়া হরিপুর ইউনিয়নের নবীপুর গ্রামের খোকনের পুত্র দরিদ্র মাঝি মোঃ ইউসুফকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ক্রয় করা নৌকাটি উপহার দেন আস-সুন্নাহ ফাউন্ডেশন।
এ নৌকা দিয়ে মাছ ধরে অস্বচ্ছল পরিবারটি স্বাবলম্বী হবে বলে মনে করেন আস-সুন্নাহ ফাউন্ডেশন।
নৌকা প্রদানের সময় উপস্থিত ছিলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সুবর্ণচর প্রতিনিধি মুফতি আবুল বাশার হাবিবী। আরো ছিলেন সুবর্ণচর উপজেলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
মুফতি আবুল বাশার হাবিবি বলেন, নৌকা ও জালে ঘুরবে ইউছুপের সংসারের চাকা। আস-সুন্নাহ ফাউন্ডেশন এদেশের গরীব দুঃখী অসহায় মানুষের জন্য নেয়ামত স্বরূপ।
নৌকাটি পেয়ে আনন্দে আত্বহারা ইউছুপ বলেন, দীর্ঘদিন ধরে খেয়ে না খেয়ে জীবন পরিচালনা করছি। সংসারে কর্মক্ষম কোন মানুষ নেই, মাছ ধরাই আমার একমাত্র পেশা। এতোদিন অন্যের নৌকায় কাজ করতাম মুজুরিও পেতাম না ঠিক মত। খেয়ে না খেয়ে থাকতে হতো আমাদের। আল্লাহ মুখ তুলে চেয়েছেন বলেই আস সুন্নাহ ফাউন্ডেশন আমাদের কে নৌকা উপহার দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি এগিয়ে যাক আস সুন্নাহ ফাউন্ডেশন। ফেরেস্তার মত এসে তারা আমাকে স্বাবলম্বী হবার পথ করে দিলেন।
আইইউএস/এসআর