এনসিপি নেতা নাহিদ ইসলামসহ অন্যান্যদের সম্পর্কে মন্তব্য করায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ট্রাফিক মোঃ মোসফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে এবং হেডকোয়াটার্সে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, এনসিপি নেতা নাহিদ ইসলামসহ অন্যান্যদের সম্পর্কে মন্তব্য করায় তাকে প্রত্যাহার এবং গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) রাত থেকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল ইসলাম আবির।
আবির জানান, গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার পর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ট্রাফিক মোঃ মোসফেকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও হাস্যরসাত্মক পোস্ট করেছেন। এসব পোস্টের মাধ্যমে তিনি আন্দোলনকারীদের অপমান ও উপহাস করেন।
এই ঘটনার প্রতিবাদে দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ট্রাফিক মোঃ মোসফেকুর রহমানের প্রত্যাহার এবং গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছে। তারা জানিয়েছেন, তাকে প্রত্যাহার করা হয়েছে, তবে তারা দাবি করছেন যে তাকে গ্রেফতার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।
এদিকে, অ্যাডিশনাল ডিআইজি (হেডকোয়াটার্স) মিয়া মাসুদ করিম এক আদেশে তাকে আগামীকাল ১৭ জুলাই হেডকোয়াটার্সে রিপোর্ট করতে বলেছেন।
দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন, অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোঃ মোসফেকুর রহমানকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে হেডকোয়াটার্সে রিপোর্ট করতে বলা হয়েছে।
এএইচ/আরএন