নিজেকে চ্যালেঞ্জ করে ও লেখাপড়ায় জয়ী হয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া চন্দ্রপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী যমজ দুই বোন মোছাঃ আফিয়া আক্তার ও মোছাঃ আভা আক্তার (ইভা) এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। তারা শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
শিক্ষার্থী আফিয়া আক্তার বলেন, আমার লেখাপড়ার ক্ষেত্রে চোখের সমস্যাটাই ছিল সবচেয়ে বড় বাধা। বোর্ডে লেখা ঠিকমতো দেখতে পেতাম না। স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে ভয় লাগত। অনেক কষ্ট করে পড়ালেখা চালিয়ে গেছি।
অপর যমজ বোন আভা আক্তার বলেন, স্কুলে যাওয়া, রাস্তা পার হওয়া—সব কিছুতেই সমস্যায় পড়েছি। অনেক কষ্ট করেছি, তবুও থেমে থাকিনি। আমার স্বপ্ন, আমি একদিন বিসিএস ক্যাডার হবো।
তাদের বাবা গোলাম আক্তার বলেন, আমার দুই মেয়ে অনেক কষ্ট করে আজকের এই জায়গায় এসেছে। ওদের স্কুলে যাওয়া খুব কষ্টকর ছিল। আমি বা ওদের মা হাতে ধরে স্কুলে নিয়ে যেতাম। অফিস থেকে ফিরে ক্লান্ত থাকলেও কোচিং থেকে আনতাম। আমি চাই, ওরা বিসিএস দিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক।
মা মোছাঃ তানিয়া শাবনাজ বলেন, ছোটবেলা থেকেই ওদের চোখে সমস্যা ছিল। ওরা নিজেদের জন্য যেভাবে লড়েছে, সেটা খুবই গর্বের বিষয়। আমি ওদের ফলাফলে খুব খুশি। দোয়া করি, যেন সামনে আরও ভালো করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা নাহার জানান, দৃষ্টিপ্রতিবন্ধী এই দুই ছাত্রী অত্যন্ত মেধাবী। তারা কখনোই ক্লাস কামাই করেনি। নিজেদের সঙ্গে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা সাফল্য অর্জন করেছে। তাদের পড়াশোনায় স্কুলের সব শিক্ষক সহযোগিতা করেছেন। আমাদের মূল লক্ষ্য—ছেলে-মেয়েদের পড়াশোনায় আগ্রহী করে তোলা। এই দুই ছাত্রীর মধ্যে সত্যিকারের শেখার মানসিকতা ছিল। প্রত্যেক শিক্ষার্থীরই উচিত ভালোভাবে পড়াশোনা করা এবং ভালো মানুষ হয়ে ওঠা।
এসবি/আরএন