‘সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ শুধু পেশাগত জ্ঞানই বৃদ্ধি করে না, বরং তাদের দায়িত্ববোধও বাড়ায়।’
শনিবার দুপুরে সাভারে বিরুলিয়া এলাকায় অবস্থিত ব্র্যাক সিডিএম-এ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত একটি আবাসিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব বলেন।
বক্তারা তথ্যনির্ভর ও নৈতিক সাংবাদিকতা চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং পুঁজিবাজারের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।
পুঁজিবাজারে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা বিকাশে ‘ওয়ার্কশপ অন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক দুই দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্যরা।
কর্মশালার বিভিন্ন অধিবেশনে বিএসইসির কমিশনার, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পুঁজিবাজারের নীতিমালা, তদারকি প্রক্রিয়া, তদন্ত কাঠামো ও আইন প্রয়োগের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
সমাপনী অনুষ্ঠানে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া বলেন, এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে বিএসইসির সঙ্গে সিএমজেএফের নতুন পথচলার শুরু হলো। আগামীতে আরও বেশি কর্মশালার আয়োজনের জন্য বিএসইসির সাহায্য আশা প্রকাশ করছি। সফলভাবে প্রশিক্ষণ কর্মশালা শেষ করার সদস্যদের প্রতি ধন্যবাদ জানান সিএমজেএফ সভাপতি।
এসময় বক্তারা বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের কাজ গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এই আয়োজন প্রশংসনীয়। বিএসইসি ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখবে। যাতে গণমাধ্যম প্রতিনিধিরা আরও দক্ষতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণমূলক প্রতিবেদন উপস্থাপন করতে পারেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক এম হাসান মাহমুদ, মীর মোশাররফ হোসেন, পরিচালক আবুল কালাম, সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী। অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
ওএফ/এসআর