BREAKING: |
সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের বহনকারী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকা পড়ে। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা রানওয়ে বন্ধ ছিল।
শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-১৩৮ ফ্লাইটটি অবতরণ করে। ফ্লাইটটিতে ৩৭৮ জন হজযাত্রী ছিলেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মদিনা থেকে আসা ফ্লাইটটি অবতরণের পর রানওয়ে-২৩ এর প্রান্তে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায়। পরে ত্রুটি সারিয়ে দুপুর ১১টা ২০ মিনিটে বিমানটিকে নিরাপদে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়।
তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতির কারণে প্রায় দুই ঘণ্টা চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে বন্ধ ছিল।
আরএন