BREAKING: |
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। টানা তিন দিন সরকারবিহীন দেশ—এটাই ইতিহাসে প্রথম। এই সময়টায় দেশকে সামলে রেখেছেন সরকারি কর্মকর্তারা। এখন আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হচ্ছে। স্থানীয় সরকারগুলো সঠিকভাবে সক্রিয় নয়, অনেক জায়গায় ইউপি চেয়ারম্যান নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। সামনে নির্বাচন হলে সেখানেও আমাদের ভূমিকা পালন করতে হবে। মানুষের যে প্রত্যাশা, তা পূরণ করতে হবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দিনব্যাপী নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শনকালে সকালে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) এর আওতায় দুঃস্থ, অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শরফ উদ্দিন আহমদ চৌধুরী আরও বলেন, রায়পুরা উপজেলা একটি বড় উপজেলা। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে খুব ভয়াবহ রূপ ধারণ করে। বড় উপজেলা হওয়ায় দ্রুত সব জায়গায় কাজ করা সম্ভব হয় না। চরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে একটি নতুন পুলিশ থানা গঠন করা হবে। আমরা আশা করি, নতুন থানাটি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করা যাবে।
পরে তিনি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, রায়পুরা পৌরসভা, শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিস, মরজাল ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন: নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, এডিসি (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারী কমিশনার মাসুদুর রহমান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, পৌর সচিব মনিরুল হক, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, পুলিশ সদস্যসহ অন্যান্যরা।
টিএস/আরএন