BREAKING: |
দিনাজপুরের নবাবগঞ্জে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের মাঝে সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে বাদ্যযন্ত্র এবং পুষ্টির ঘাটতি পূরণে ফলজ চারাগাছ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিপি)’-এর আয়োজনে সংস্থার দাউদপুর অফিসে আনুষ্ঠানিকভাবে এসব বাদ্যযন্ত্র ও চারাগাছ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বাদ্যযন্ত্র ও চারাগাছ তুলে দেন।
এ সময় সিসিডিপি’র এরিয়া ম্যানেজার দর্কা সেনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শতাধিক উপকারভোগীর মাঝে ৯০০টি ফলজ চারাগাছ এবং একটি যুব সংগঠনের মাঝে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।
আরএইচ/আরএন