Wednesday | 26 November 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 26 November 2025 | Epaper
BREAKING: কড়াইল বস্তিতে আগুন: পানি সংকটে নিয়ন্ত্রণে বেগ      কড়াইল বস্তিতে আগুন      উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন      বগুড়ায় দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার      প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর      মেট্রোরেলে চালু হলো ঘরে বসে অনলাইন রিচার্জ      ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন: সিইসি      

লক্ষ্মীপুরে বিদ্যুৎ গ্রাহক হয়রানির অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ

Published : Thursday, 3 July, 2025 at 5:12 PM  Count : 264

লক্ষ্মীপুরে বিদ্যুউন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনউপসহকারী প্রকৌশলী মোকতাদিরের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্যগ্রাহক হয়রানির অভিযোগে তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা


বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে প্রতিবাদ সভায় পরিণত হয়


ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্প মালিকবিদ্যুগ্রাহকদের ব্যানারেকর্মসূচির আয়োজন করা হয়


প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তৌহিদুল ইসলাম ফরহাদ, আবুল কাশেমসহ আরও অনেকে


বক্তারা বলেন, আওয়ামী লীগের একনিষ্ঠ লোক হিসেবে পরিচিত পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনউপসহকারী প্রকৌশলী মোকতাদির দায়িত্ব গ্রহণের পর থেকেই গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারহয়রানি বেড়েছেতারা অভিযোগ করেন, এই কর্মকর্তারা নিয়মিতভাবে ঘুষ গ্রহণ, অনিয়মদুর্নীতিতে জড়িত


প্রিপেইড মিটারে বিল বাকি থাকার প্রশ্ন তুলে বক্তারা বলেন, “প্রিপেইড মিটারে ডিউ বিল কীভাবে হয়?”—এ ধরনের অসঙ্গতিতে গ্রাহকদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে


তারা আরও বলেন, ২২ জুন হঠাকরে ২০০-র বেশি প্রিপেইড মিটার লক করে দেওয়া হয়গ্রাহকদের দাবি, ঘুষ না দেওয়াতেই এসব মিটার বন্ধ করা হয়েছে


সমাবেশে লিখিতভাবে ১৬টি গুরুতর দুর্নীতির অভিযোগ উত্থাপন করা হয়


প্রতিবাদ সভা থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী সোমবার (৭ জুলাই) জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগপত্র প্রদানপিডিবি অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে


প্রসঙ্গত, এর আগেও পিডিবির উপসহকারী প্রকৌশলী মোকতাদিরের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্যগ্রাহক হয়রানি বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে


বিষয়ে জানতে চাইলে পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন বলেন, “যাদের বিল দেওয়া হয়েছে তারা নিবন্ধনবিহীন গ্রাহকনিবন্ধন থাকলে তো আমরা বিল করতাম নাযাদের নিবন্ধন নেই, তাদেরই ভর্তুকি বিল পাঠানো হয়েছেএছাড়া সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের কাছে সরাসরি আসা উচিত, বিক্ষোভ করে তো সমাধান হবে না।”


আরএইচ/আরএন

সম্পর্কিত   বিষয়:  লক্ষ্মীপুর  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close