এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরিবেশে আয়োজন নিশ্চিত করতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সারাদেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এছাড়াও, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোনসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান গণমাধ্যমকে জানান, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
আগামী ২৬ জুন থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত। ২০২৫ সালের এই পরীক্ষা ২০২৩ সালের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এবং পূর্ণ নম্বর ও সময় অনুযায়ী নেওয়া হবে।
তথ্য বিবরণীতে জানানো হয়, প্রশ্নপত্র ফাঁস বা গুজব ছড়ানো এবং পরীক্ষায় নকল সরবরাহে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষাকেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন, পুলিশ, র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে।
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেউ দেরিতে এলে রেজিস্টারে তার নাম, রোল, প্রবেশের সময় ও বিলম্বের কারণ লিপিবদ্ধ করতে হবে এবং তা প্রতিদিন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জানাবেন।
এছাড়া, প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কারণে যদি কোনো কক্ষে পরীক্ষা বিলম্বে শুরু হয়, তাহলে ওই সময়ের সমপরিমাণ সময় পরীক্ষার্থীদের বাড়তি দেওয়া হবে।
এসআর