খাগড়াছড়ির রামগড়ে মাদক সেবন ও বিক্রিতে বাধা দেয়ায় এক ব্যবসায়ীর উপর প্রকাশ্যে হামলা চালিয়েছে মাদককারবারী। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।
রোববার রাত ১০টার দিকে উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের পাতাছাড়া বাজারস্থ তিন রাস্তার মোড় সংলগ্ন আবুল হোসেনের মিষ্টির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রামগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত ব্যবসায়ী মো. খোরশেদ আলম (৩৫)।
আহত খুরশিদ আলম উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাতাছড়া এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের ছেলে। খুরশিদ পেশায় একজন পল্টি খামার ব্যবসায়ী ও পাতাছড়া সমাজ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ। রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সোমবার সকালে বাড়ি ফিরেন তিনি।
অভিযুক্ত হামলাকারী মো. আব্দুল মান্নান (২৬) একই এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রথমে মো. ফুল মিয়া নামে এক ব্যক্তি মাদক বিক্রিতে বাধা দিলে বিক্রেতা মান্নান তার সাথে তর্কবির্তক করতে থাকে। একপর্যায়ে বাদি খুরশিদ ঘটনাস্থলে গিয়ে সেও মাদক বিক্রিতে বাধা দিলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ক্ষিপ্ত হয়ে আব্দুল মান্নানের হাতে থাকা ছোট ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে কপালে ঘাই মেরে রক্তাক্ত জখম করে।
খুরশিদ মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী এলোপাথারী কিল, ঘুষি, লাথি মেরে আরও জখম করে এবং প্যান্টের পকেটে থাকা নগদ প্রায় ১০ হাজার টাকা কৌশলে নিয়ে যায়। উপস্থিত বাজারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ফুলমিয়া ও এরশাদ মিয়া জানান, মান্নান এলাকার একজন চিহৃত মাদক ব্যবসায়ী। হামলার পর মান্নানকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মঈনউদ্দীন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়ে রাতেই হামলাকারীকে আটক করা হয়েছে। মামলা দায়ের করে তাকে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কেএস/এমএ