Thursday | 23 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 23 October 2025 | Epaper
BREAKING: কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জামায়াতের, জানালেন প্রধান উপদেষ্টাকে      সেন্টমার্টিন ভ্রমণে মানতে হবে ১২ নির্দেশনা      কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি      আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা পালিয়েছে: আইনজীবী      বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, চেয়েছে নিরপেক্ষ ভূমিকা: আইন উপদেষ্টা      শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ      নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৮      

মনোহরদীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

Published : Thursday, 19 June, 2025 at 10:21 PM  Count : 451

নরসিংদীমনোহরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাররদিয়া এলাকা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম অহিদুজ্জামান (৫০)। তিনি স্থানীয় আব্দুল গফুর মৌলভীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পারভীন নামের এক নারী লটকান পাড়তে গিয়ে একটি গাছের নিচে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা মরদেহটি দেখতে পান। তিনি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন এবং মনোহরদী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহতের ছেলে মো. জাহিদুল ইসলাম জানান, তার বাবা দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশে পড়ে থাকা জুতা ও কাপড় দেখে তিনি তার বাবার মরদেহ হিসেবে শনাক্ত করেন। তিনি আরও জানান, তার বাবা কারও সঙ্গে কোনো বিরোধে জড়িত ছিলেন না। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা তারা জানেন না।

এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার, মনোহরদী-শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রায়হান সরকার এবং মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহসহ বিভিন্ন আলামত উদ্ধার করেন।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জব্বার বলেন, মরদেহটির মুখমণ্ডল বিকৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এইচআর/আরএন
সম্পর্কিত   বিষয়:  নরসিংদী   মনোহরদী  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close