খুলনার ডুমুরিয়ায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাকবিরোধী প্রশিক্ষণ হলো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে। মানুষকে এই আসক্তি থেকে দূরে থাকতে উৎসাহিত করে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডুমুরিয়া রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মনির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএসআই কাজল মল্লিক, ওসি (তদন্ত) অছের আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ সুমন হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী, ডুমুরিয়া এনসিএন্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব হোসাইন, সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ, এস এম জাহাঙ্গীর আলম, শেখ মাহতাব হোসেন, এম রুহুল আমিন, সুব্রত ফোজদার, শেখ জাহিদুর রহমান বিপ্লব, শেখ আব্দুস সালাম, চেয়ারম্যান জহুরুল হক, জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, ডুমুরিয়া বড় বাজার কমিটির সভাপতি শেখ মাহাবুবুর রহমান মিঠু, সহ-সভাপতি হাফেজ মতিয়ার রহমান প্রমুখ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের একটি পরিসংখ্যান থেকে জানা যায়, বিশ্বের প্রায় ৮৭ লাখ মানুষ সরাসরি তামাক সেবনে মৃত্যুবরণ করে। বাংলাদেশের ৩৫ শতাংশের বেশি মানুষ তামাকজাত
দ্রব্য বিশেষ করে বিড়ি, সিগারেট, জর্দা, সাদা পাতায় আসক্ত এবং তামাকের কারণে বছরে প্রাণহানি ঘটে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষের।
এমএইচ/এমএ