মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান আবারও ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে সংঘাতের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে একাধিক এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। নাগরিকদের সেনাবাহিনীর দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আইডিএফ আরও জানায়, ইসরায়েলের বিমানবাহিনী বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালাচ্ছে এবং যেসব জায়গা থেকে হামলা হয়েছে, সেগুলোর ওপর প্রতিরোধমূলক অভিযান পরিচালিত হচ্ছে।
এদিকে, ইরানের রাজধানী তেহরানেও বিস্ফোরণের শব্দে শহর কেঁপে ওঠে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
এর আগে শুক্রবার ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালায় ইসরায়েল। তাদের দাবি, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা না পায় এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষমতা হারায়, সেই উদ্দেশ্যেই অভিযান চালানো হয়েছে।
উত্তেজনার এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা এখনও চলছে। এ হামলায় উভয়পক্ষেই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ইসরায়েলে ইরানের হামলায় অন্তত ১০ জন নিহত হয়।
অন্যদিকে, ইরানে ইসরায়েলের হামলায় ইরানি গণমাধ্যমের তথ্যানুযায়ী শনিবার মধ্যদুপুরের মধ্যে নিহত হয়েছে ১২৮ জন এবং আহত হয়েছে প্রায় ৯০০ জন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের হামলা চলতে থাকলে তাদেরকে আরও কঠোর জবাব দেওয়া হবে।
ওদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, ইরানের হামলায় ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে।
দুই পক্ষের হামলা পাল্টা হামলা রোববার তৃতীয় দিনে গড়ানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, দুইপক্ষের উচিত একটি চুক্তি করা।
এসআর