গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, 'গণঅধিকার পরিষদ দল ভেসে আসেনি, অনেক লড়াই সংগ্রাম করে এই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য ফ্যাসিষ্ট সরকার হাসিনাকে ক্ষমতা রেখে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছি। প্রয়োজনে আবারো আমজনতাকে সাথে নিয়ে ফ্যাসিষ্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে একটি রাষ্ট্র উপহার দেয়ার চেষ্টা করবো।'
শুক্রবার বিকেল ৪টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলা এলজিইডি অফিসে সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা গলাচিপা, দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণঅধিকার পরিষদের অফিস ভাংচুর, নেতা-কর্মীদের উপর হামলা ও দোকান-বাড়ি ভাংচুর করে।
নুরুল হক বলেন, ২৪'র গণঅভ্যুত্থানের পূর্বে বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি, হাজারো নেতাকর্মীরা এই হামলা মামলার শিকার হয়েছে, শত শত তাজা প্রাণের বিনিময়ে ২৪'র গণঅভ্যুত্থান জন্ম হয়েছে। ফ্যাসিট সরকারের শেখ হাসিনার রক্তচক্ষু অপেক্ষা করে নিশ্চিত মৃত্যু জেনেও স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ গণঅধিকার পরিষদ নিরলস ও শান্তিপূর্ণ ভাবে নিজ এলাকায় রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু আমার দলের জনপ্রিয়তা দেখে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা গলাচিপা, দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণঅধিকার পরিষদের অফিস ভাংচুর, নেতাকর্মীদের উপর হামলা ও দোকান-বাড়ি ভাংচুরসহ রাজনৈতিক উত্তেজনা তৈরী করে আসছেন।'
তিনি বলেন, 'শুধু,তাই নয় একটি ভুল মেসেজ শুনে প্রকৃত বক্তব্য না জেনে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে যাচ্ছেন তারা। বকুল বাড়িয়াতে পথসভা করতে গিয়ে হাসান মামুনের অনুসারীরা রাতভর অবরুদ্ধ করে রেখেছে, পথের মাঝে গাছ ফেলে, রামদা, হকিষ্টিক দেশীয় অস্ত্রসহ ওপেন মহরা দিলেও পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আমাদের কোনো নিরাপত্তা দিতে পারেনি।'
সাবেক ডাকসু ভিপি বলেন, 'আমরা চাইলে এর জবাব দিতে পারতাম। কিন্তু আমরা তা চাই নি। এলাকায় কোনো সহিংসতা হোক, আতংক ছড়িয়ে পরুক এটা আমার চাইনা। তাই নিজেরা জীবন ঝুঁকি নিয়ে আমরা আমাদের উপজেলায় পৌঁছেছি।'
তিনি বলেন, ২৪'র শত শত তাজা প্রাণের বিনিময়ে এই গণঅভ্যুত্থানের পরে সুবিধা নিচ্ছে হাসান মামুনের মতো নেতাদের পরিবার। আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের জানিয়েছি, তারা আমাকে আশ্বস্ত করেছেন। এখন দেখার পালা!
এ সময় জেলা, উপজেলার গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা গলাচিপা, দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণঅধিকার পরিষদের অফিস ভাংচুর, নেতাকর্মীদের উপর হামলা ও দোকান-বাড়ি ভাংচুরসহ সামগ্রিক পরিস্থিতি তৈরী হওয়ায় উপজেলা প্রশাসন শুক্রবার সকাল ৮টা থেকে আগামী রোববার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।
এমপি/এমএ