নরসিংদীর মনোহরদীতে বিরাট কাছিটান ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার চক মাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাছিটান খেলা।
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন মনোহরদী বাজার ব্যবসায়ী সমিতি ও শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের দেবালেরটেক।
হাজারো দর্শকের উপস্থিতে মনোহরদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল আকন্দ এর সভাপতিত্বে এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদী-৪ আসনের সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার শাসনামলে একটি খেলাও অনুষ্ঠিত হতে দেয়া হয়নি। তারা আমাদের সকল অধিকার কেড়ে নিয়েছে। সামনে আসতেছে নির্বাচন আপনারা প্রস্তুত থাকবেন দিনের ভোট আর রাতে হবে না আপনারা যাকে পছন্দ তাকে ভোট দিতে পারবেন। বিএনপি জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন (ভিপি তোফাজ্জল), জাতীয়তাবাদী শ্রমিকদলের নরসিংদী জেলা সভাপতি মো. রবিউল ইসলাম রবি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বেলাবো উপজেলা বিএনপির সভাপতি মো. আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব এড. আব্দুল হান্নান, বেলাবো উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদের জলিল, সাবেক ভিপি ও মনোহরদী উপজেলা বিএনপির সদস্য, মো. গোলাম মোস্তফা প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফুটন, বিএনপি নেত্রী মনোহরদী পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুন্নাহার, মহিলা দলের মনোহরদী উপজেলা সভাপতি মাসুদা সুলতানা ও সাধারণ সম্পাদক হাসিনা হিমু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পরে প্রধান অতিথি বিজয়ী দল মনোহরদী উপজেলা বাজার ব্যবসায়ী সমিতিকে একটি মহিষ ও রানার্সআপ দল দেবালেরটেক দলকে একটু গরু পুরস্কার প্রদান করেন।
এইচআর/আরএন