ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম শাহন ঈদের দিন (শনিবার, ৭ জুন) বিকেল থেকে নিখোঁজ রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে শাহনের মোবাইল ফোনে একটি কল আসলে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে নিজ বাড়ি থেকে নবীনগর শহরে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
শাহনের বড় ছেলে, পুলিশের সদস্য রাশেদুল ইসলাম জানান, “ঈদের দিন বিকেল থেকে আব্বার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন বন্ধ। থানায় যোগাযোগ করেও কোনো তথ্য মেলেনি।”
শাহনের ছোট ছেলে রায়হান বলেন, “আমি ঘরে শুয়ে ছিলাম। আব্বা কারও সঙ্গে ফোনে ২-৩ মিনিট কথা বললেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন। এরপর বললেন, ‘আমি নবীনগর যাচ্ছি’, তারপর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।”
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “এ বিষয়ে এখনো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে একজন বীর মুক্তিযোদ্ধার নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।”
এসএম/আরএন