মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিস ব্যবসার সরঞ্জাম লুটপাটের অভিযোগ উঠেছে। এতে করে টংগিবাড়ী উপজেলার প্রায় দুই হাজার গ্রাহক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।
ভুক্তভোগী টংগিবাড়ী মাল্টিমিডিয়া অ্যান্ড কনস্ট্রাকশন সেন্টার-এর স্বত্বাধিকারী মানিক মিয়া (বাচ্চু মাঝি) শনিবার দুপুরে মুন্সীগঞ্জ সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে বাচ্চু মাঝির অভিযোগ, থানা পুলিশ তার অভিযোগ গ্রহণ করেনি।
বাচ্চু মাঝি বলেন, "২০১০ সাল থেকে সুনামের সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিস ব্যবসা পরিচালনা করে আসছি। সরকার পতনের পর কয়েক মাস ধরে সোনারং গ্রামের জিকু মল্লিক, জুয়েল মল্লিক, রাসেল মল্লিক, জহির শেখ এবং ধীপুর গ্রামের আলমগীর মল্লিক, বাবু শেখ গং আমার কাছে চাঁদা দাবি করে আসছে। আমি তা দিতে অস্বীকৃতি জানাই।"
তিনি আরও বলেন, "গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে টংগিবাড়ী মাল্টিমিডিয়া অ্যান্ড কনস্ট্রাকশন সেন্টার, জননী সুপার মার্কেটে অবস্থানরত ও.এল.ডি মাক্রোটেক ট্রান্সমিটার, এম.সি. ও.এল.ডি.সহ অন্যান্য যন্ত্রপাতি রাতের আঁধারে লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।"
এ বিষয়ে টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম বলেন, "এটি ব্যবসার মালিকানা সংক্রান্ত বিরোধ। কেউ এখনও থানায় মামলা করতে আসেনি।"
এমএইচ/আরএন