জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) দাখিল করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আগামীকাল রোববার (১ জুন) এই অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার বিকেলে এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, আগামীকাল ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হবে। শুনানির সময় ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হতে পারে।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন।
এর আগে ১৮ ফেব্রুয়ারি, ট্রাইব্যুনাল প্রসিকিউশনকে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের ভিত্তিতে আদালত এই সময়সীমা নির্ধারণ করে।
২০২৪ সালের ৫ আগস্ট, টানা ১৫ বছরের শাসনের অবসানে শেখ হাসিনার সরকার ক্ষমতা হারায়। ছাত্র-জনতার নেতৃত্বাধীন বৈষম্যবিরোধী আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার নির্দেশেই ওই সময় নিরস্ত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এই ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া এখন চলমান।
বিশেষজ্ঞদের মতে, এই বিচার ও সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত দেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হতে পারে।
আরএন