বাংলাদেশের আম রপ্তানি ও শ্রমবাজারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত মিলার বলেন, ‘রাজশাহীর আম বিশ্বজুড়ে প্রশংসিত। এই অঞ্চলের আম ইউরোপীয় বাজারে একটি বড় জায়গা করে নিতে পারে। শুধু আম নয়, এখানকার আরও অনেক পণ্য রয়েছে, যেগুলো আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য।’ তিনি জানান, এই সম্ভাবনাকে কাজে লাগাতে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার জন্য প্রস্তুত।
তিনি আরও জানান, রাজশাহী চেম্বার অব কমার্সের সঙ্গে ইতোমধ্যে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। এতে দুই অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশের রাজনীতি ও আগামী নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দেশের ভবিষ্যৎ এখানকার জনগণই নির্ধারণ করবেন। কে নেতৃত্ব দেবে, সেটা ঠিক করবেন বাংলাদেশের মানুষ। ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনীতিক হিসেবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’
মাইকেল মিলার রাজশাহী শহরের পরিকল্পিত অবকাঠামো এবং গোছানো পরিবেশের প্রশংসা করেন। তিনি বলেন, ‘রাজশাহী শহর অত্যন্ত পরিপাটি ও সুপরিকল্পিত। এখানকার মানুষের আন্তরিকতা ও আতিথেয়তায় আমি মুগ্ধ।’
এফএ/এসআর