জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সেনপাড়াস্থ "স্কাই ভিউ"তে এ হামলার ঘটনা ঘটে। জাপার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।
জানা গেছে, সন্ধ্যার পর জিএম কাদেরের রংপুরে অবস্থানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা। রাত সাড়ে ৮টার দিকে নগরীর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জীবন বীমা মোড় এবং গ্র্যান্ড হোটেল মোড় ঘুরে সেনপাড়ার দিকে অগ্রসর হয়।
বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দিতে একপর্যায়ে তারা হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং জানালার কাঁচ ভেঙে দেন। উল্লেখ্য, এই বাড়িতেই জিএম কাদের বসবাস করেন এবং হামলার সময় তিনি ভেতরে অবস্থান করছিলেন। কিছুক্ষণ ভাঙচুর চালানোর পর ফেরার সময় হামলাকারীরা বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জাপার বেশ কিছু নেতাকর্মীও সেখানে উপস্থিত হন। উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ তা দ্রুত শান্ত করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার সভাপতি ইমতিয়াজ ইমতি বলেন, “জিএম কাদেরের রংপুরে অবস্থানের প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। আমাদের কেউ হামলায় জড়িত নয়।”
এদিকে এনসিপির নেতারা বলেন, “আওয়ামী লীগের সহযোগী জাপার শীর্ষ নেতা জিএম কাদেরের রংপুরে অবস্থানের প্রতিবাদে আমরা মিছিল করেছি। পরে উত্তেজিত জনতা তার বাসভবনে হামলা চালিয়েছে বলে শুনেছি।”
জাতীয় পার্টির রংপুর মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “আমাদের চেয়ারম্যানের বাসভবনে হঠাৎ হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এলওয়াই/আরএন